নড়াইলে বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। সোমবার (২১ জুলাই) নড়াইল সদর থানায় এ সেবা উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সশরীরে থানায় না গিয়ে ঘরে বসেই যেকোনো সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ পাচ্ছেন নাগরিকরা।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডির জন্য অনলাইন সুবিধা থাকলেও, এখন থেকে নড়াইল জেলার চারটি থানায় সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।
অনলাইন জিডির মাধ্যমে হুমকি, পারিবারিক বিরোধ, নিখোঁজ, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কিত যেকোনো তথ্য থানায় জানানো যাবে।
অনলাইন জিডি করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে "অনলাইন জিডি" অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করা যাবে।
জিডি এন্ট্রি করার পর তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর সেবাগ্রহীতার ফোনে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।
এছাড়া, অনলাইন জিডির স্ট্যাটাস — যেমন ড্রাফট, তদন্তাধীন অথবা নিস্পত্তি হয়েছে কি না — তা ঘরে বসেই জানা যাবে।
পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “এই উদ্যোগ জনগণের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং পুলিশি সেবার প্রতি আস্থা বাড়াবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
