AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪



উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

কুড়িগ্রামের উলিপুরে নকল সিগারেট উৎপাদনকারী একটি কারখানার সন্ধান মিলেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে স্থানীয়রা ওই কারখানার খোঁজ পান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, আব্দুল মজিদের বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল ‍‍`স্টার‍‍` সিগারেট। এসব সিগারেট উলিপুরসহ আশপাশের এলাকায় বাজারজাত করা হতো।

পরে পুলিশ অভিযান চালিয়ে সিগারেট প্রস্তুতকারী চারজনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈরির নানা উপকরণ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠানপাড়া গ্রামে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ওই বাড়িতে কেউ তেমন বসবাস করতেন না। সারাক্ষণ বাড়ির গেট বন্ধ থাকত। তবে কিছুদিন ধরে কয়েকজন বহিরাগত ব্যক্তির চলাফেরা দেখা যাচ্ছিল, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছিল।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামালসহ চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!