নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০জুলাই) কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয় ভবনের দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। আলোচনায় আরও বক্তব্য দেন সাহাপুর ঢোলপুকুরিয়া ডি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন এবং আয়োজক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতাকে সাধুবাদ জানান।
একুশে সংবাদ/নও.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

