ময়মনসিংহের তারাকান্দায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে তারাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান এবং ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ‘ধানের শীষ’-এর সম্ভাব্য প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, কাজী আব্দুল বাতেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, এ.এইচ.এম. জুয়েল, মোবারক খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে