চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুসলেহ্ উদ্দিন আরমান (২৫) নামের এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের রোয়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান স্থানীয় মফিজুল হকের ছেলে।
নিহতের স্ত্রী পিংকি আক্তার জানান, রাত ১টার দিকে খাবার শেষে সবাই যার যার কক্ষে ঘুমাতে যান। কিছুক্ষণ পর আরমান নামাজ পড়ার কথা বলে মাঝখানের একটি খালি কক্ষে যান। পরে তিনি দীর্ঘক্ষণ ফিরে না আসায় রাত ২টার দিকে কক্ষে গিয়ে দেখতে পান দরজা খোলা এবং ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় গলায় ফাঁস দেওয়া মরদেহ ঝুলছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে