কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ১৬ জুলাই অনুষ্ঠিত হয় ১৬ দলীয় কেরাম টুর্নামেন্ট, যার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন—প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সহ-সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সদস্য নুরুল ইসলাম খান ও রমেশ দত্ত।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কেরাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন আব্দুল্লাহ আল ফুয়াদ ও উৎপল দে জুটি, এবং রানার-আপ হন আব্দুল করিম ও মতিয়ার রহমান জুটি।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ আল ফুয়াদ।
টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন প্রেসক্লাব সদস্য নুরুল ইসলাম খান।
সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা কেশবপুর প্রেসক্লাবের সৃজনশীলতা ও ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটিয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা।
একুশে সংবাদ/য.প্র/এ.জে