জুলাই ও আগস্ট মাসের গণ-আন্দোলনে শহীদ ছাত্রনেতাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শেরপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শেরপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ।
বক্তব্য রাখেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু। তিনি বলেন, “জুলাই-আগস্টের শহীদদের নিয়ে অনেকেই কথায় কথা বলেন, কিন্তু বাস্তবে তাদের স্মরণে কেউ কর্মসূচি দেন না। ছাত্রদলই একমাত্র সংগঠন, যারা নিয়মিত দোয়া ও স্মরণসভা আয়োজন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।”
তিনি আরও বলেন, “সারা দেশে এ পর্যন্ত ১৪২ জনের বেশি ছাত্রদল নেতা শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের রক্তঋণ কখনো ভুলবো না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসানসহ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে