কুড়িগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। একইসঙ্গে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভেরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কুদরত-ই-খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, এনসিপি জেলা সমন্বয়কারী মুকুল মিয়া, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজি নাহিদ, এনসিপির শ্রমকল্যাণ সম্পাদক মো. মাসুম, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন ও শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে