ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক শহীদ, এক বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ৪ জন শহীদ ও ১২ আহতদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
এ সময় ইউএনও মোঃ মোশারফ হোসাইন বলেন, জুলাই অভ্যুত্থানে সরাইলে ৪ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কৃষ্ণচূড়া গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।
তিনি আরও বলেন, সরাইল উপজেলায় জুলাই বিপ্লবের আহতদের নামে ১২ টা বৃক্ষরোপন করা হয়েছে। এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দিবে।
এসময় উপস্থিত ছিলেন- সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ, চুন্টা ইউনিয়ন চেয়ারম্যান, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাসহ আরো অনেকেই।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে