ভোলায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ঈসরাফিল হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশীদ, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ তারিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী মূল্যবোধে গঠিত যুব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে ইনসাফ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে