ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার জামিরাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরব আলী উপজেলার কংশেরকুল গ্রামের বাসিন্দা মরহুম ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরাপাড়া গ্রামের আসমত আলীর মেয়ে মাজেদা খাতুনকে বিয়ের পর দীর্ঘদিন ধরে আরব আলী শ্বশুর বাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলো।
ঘটনা সময় আরব আলী বাড়ির পাশেই কাটা গাছের শুকনো লাকড়ি কুড়াতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ভালুকা মডেল থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বলেন, “বজ্রপাতে মারা যাওয়ার কোনো সংবাদ তারা পায়নি।”
হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে