"জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।
পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি প্রতীকী ম্যারাথন র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ম্যারাথনে অংশ নেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের কুড়িগ্রাম উপ-পরিচালক ম. শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলীসহ জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে