ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের উচালিয়া মোড় থেকে মৌন মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ আরও অনেকে। মৌন মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।"
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে