AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১২:৫৮ পিএম, ১৮ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. রুহুল আমিন সরকার জানান, মামলায় ৭৫ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত ৪০০ জনকেও আসামি করা হয়েছে।

এর আগে, গত বুধবার গোপালগঞ্জে সংঘাত-সহিংসতায় পাঁচজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরবর্তীতে কারফিউ জারি করে সরকার।

১ জুলাই থেকে এনসিপির ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করা হয়। সেই কর্মসূচিকে ঘিরে ওইদিন রাত থেকেই উত্তেজনা তৈরি হয়।

বুধবার পৌর পার্ক এলাকায় সমাবেশের আগেই হামলার ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার মুখে পড়ে। সেখান থেকে পরিস্থিতি দ্রুত সহিংস সংঘাতে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের খুলনায় পাঠিয়ে দেয়। সংঘর্ষে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

 


একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!