জাতীয়তাবাদী দল-বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ইমরান খান সবুজের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় বাসস্টান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিলে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলটিরবেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্লাকার্ড সম্বলিত ছবি নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মিছিলকারীরা ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দোসরদের হুশিয়ারী দেন। "বাংলাদেশ জিন্দাবাদ", বিএনপি জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিপাত জাকসহ বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ইমরান খান সবুজ বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। এই দলের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও পাশে থাকবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে, তারা কেউ মানুষের পাশে থাকবে। বিএনপিকে নিযে যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকে হুশিয়ারী দেন সাবেক এই ছাত্র নেতা।
এসময় উচ্চশরে হুঁশিয়ারি দিয়ে সাবেক সভাপতি তারেক জিয়া ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় সংসদ ও সাবেক সহসভাপতি বাগেরহাট জেলা ছাত্রদল মোঃ মেহেদী হাসান মিঠু বলেন তারেক রহমানকে নিয়ে আর কোন কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করলে সমগ্র বাংলাদেশ ব্লকেড করে দিবে যুবদল।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে