জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা করেছে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, মব সৃষ্টির মাধ্যমে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তারা বলেন, এই স্মরণসভাকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো পরিস্থিতিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন বক্তারা।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে