শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। হিরণ্ময়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রক্তে গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, হিরণ্ময়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ আমিনুল হক, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে ইউএনও ফারজানা আক্তার ববি শিক্ষার্থীদের আঁকা চিত্র পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

