ময়মনসিংহের নান্দাইলে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এ উপলক্ষে মোয়াজ্জেমপুর ইউনিয়নের হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
যোহর নামাজের পর মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক এনামের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় খুররম খান চৌধুরীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নান্দাইল উপজেলা বিএনপি নেতা মাছুম খান, আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জিয়াউর রহমান শাহিন, আব্দুস সালাম খোকন শিকদার, লিটন সরকার, মিজানুর রহমান ভূঁইয়া, ডা. আমিনুল হক ভূঁইয়া, যুবদল নেতা জহিরুল হক, মোবারক হোসেন উজ্জ্বল, শাহজাহান কবির, ছাত্রদল নেতা হৃদয় হাসানসহ পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, খুররম খান চৌধুরী ২০২১ সালের ১৭ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা, সমাজ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে