গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো এক অনবদ্য সাংস্কৃতিক আয়োজন— “বর্ষা বরণ আলেখ্যানুষ্ঠান”। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সভাপতি, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনাব পলাশ কুমার দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম।
এছাড়াও একাডেমির জীবন সদস্য, নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
পুরো সন্ধ্যা জুড়ে একাডেমির শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। সুললিত কণ্ঠ, ছন্দময় আবৃত্তি আর প্রাণবন্ত নৃত্যে মুগ্ধ হয়ে থাকেন দর্শকরা।
বর্ষাকে কেন্দ্র করে সাজানো এই আলেখ্যানুষ্ঠান মুকসুদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অতিথিরা বলেন, “শিল্প-সংস্কৃতির চর্চা শুধু বিনোদন নয়; বরং নতুন প্রজন্মকে নান্দনিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলে।”
মুকসুদপুর শিল্পকলা একাডেমির এ আয়োজন প্রমাণ করেছে— সংস্কৃতির আলোকবর্তিকা ছড়াতে হলে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও প্রয়োজন ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ড।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

