চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিকাশে পাঠানো ২০ হাজার টাকা দাবির প্রেক্ষিতে তরিকুল ইসলাম টনি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। ঘটনা ঘটে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের গার্লস স্কুল মোড়ে। আহত তরিকুল ইসলাম টনি ভেড়িবাজার এলাকার রুনু মন্ডলের ছেলে।
হত্যাচেষ্টার সুষ্ঠ বিচার ও অভিযুক্ত ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের শাস্তির দাবিতে স্থানীয়রা বুধবার (১৬ জুলাই) বিকেলে গোমস্তাপুরের ভেড়িবাজার এলাকায় মানববন্ধন ও থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে অবস্থান নেয়। উত্তেজিত জনতা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ মূল ফটক বন্ধ করে বাধা দেয়। পরে পুলিশ সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যায়।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন টনিক চাওয়া পাওনা ২০ হাজার ৪০০ টাকা নিতে গেলে মোশাররফ হোসেন অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহত টনিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। পরে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে টনি সেখানে চিকিৎসাধীন।
মানববন্ধনে আহত তরিকুল ইসলাম টনির চাচাতো ভাই নাজমুল হাসান রিজভী, বাবা রুনু মন্ডল, বন্ধু শামীম আল মুজাহিদ, সোলোমান ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান বাবু ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বুধবার বিকেল পর্যন্ত মামলার কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে