AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে প্রবীণ জামায়াত নেতা মাও মোফাজ্জল হকের ইন্তেকাল


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৮:০৬ পিএম, ১৬ জুলাই, ২০২৫

আদমদীঘিতে প্রবীণ জামায়াত নেতা মাও মোফাজ্জল হকের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সাবেক আমীর, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোফাজ্জল হক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা মোফাজ্জল হক বগুড়া জামায়াতের শিক্ষা ও প্রকাশনা সেক্রেটারি, সাবেক ভারপ্রাপ্ত জেলা আমীর, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, মাদ্রাসা ছাত্র সংগঠন জমিয়তে তালাবায়ে আরাবিয়া বগুড়া জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি প্রায় ৭০টি ধর্মীয় গ্রন্থ রচনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন—
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, বগুড়া মহানগর আমীর আবিদুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মুহাম্মদ আবু তাহের, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমীর ইউনূস আলী, মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল জোব্বার, জামায়াত নেতা মাওলানা এমদাদুল হক, গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মানিক, শ্রমিক নেতা গোলাম আজম, ফরিদুল ইসলাম, যুব জামায়াত নেতা তরিকুল ইসলাম, আহসান হাবীব তুহিন প্রমুখ।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!