বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে `জুলাই শহীদ দিবস`। উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বুধবার (১৬ জুলাই) জোহরের নামাজ শেষে উপজেলা জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আ. খালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুজ্জামান লিটন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি ডিএম আল আমিন এবং ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জহিরুল ইসলাম সাগর।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল হক আযাহারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদার, পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদার ও সেক্রেটারি মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।’ আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে