রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে ফেলে যাওয়া একটি সিলভার রঙের প্রাইভেটকার থেকে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ। গোপন সংবাদের ভিত্তিতে তারা দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন।
এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে বাসটার্মিনালের দিকে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে অনুসরণ করলে চালক ও সঙ্গে থাকা মাদক কারবারিরা দৌলতদিয়া বাসটার্মিনালের মাইক্রোস্ট্যান্ডে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরে গাড়িটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। গাড়িটির মালিকানা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

