AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ



সোনারগাঁয়ে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কথিত বিএনপি নেতা হাজী মোঃ গোলজার হোসেন প্রধানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় অবস্থিত এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভিতরে অবৈধভাবে চামড়ার পুড়িয়ে পেষ্ট তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন গোলজার হোসেন প্রধান। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানা থেকে বের হওয়া কড়া দুর্গন্ধ আশপাশের কয়েকটি গ্রামে মানুষের মধ্যে অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আড়াইহাজার-মদনপুর মহাসড়কের পথচারীরাও দুর্গন্ধে অতিষ্ঠ।

স্থানীয়রা জানান, গোলজার হোসেন প্রধান একজন ভয়ংকর হিংস্র প্রকৃতির ব্যক্তি, যিনি স্বৈরাচারী সরকারের সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থেকে জমি দখল ও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। বর্তমানে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের ছত্রছায়ায় বিএনপির নামে আবারও অনিয়মে যুক্ত হয়েছেন। তাঁর ভয়ে এলাকাবাসী মুখ খুলতে ভয় পাচ্ছে।

অপরদিকে, চামড়া কারখানাটি গত ছয় মাস ধরে জামপুর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চলছে বলে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ জাকির হোসেন জানিয়েছেন। তবে জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম বলেন, তিনি পরিবেশ দূষণের জন্য কোনো ট্রেড লাইসেন্স প্রদান করেননি এবং এ বিষয়ে কিছুই জানেন না।

এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেডের কেয়ারটেকার গোলজার প্রধান জানান, তিনি প্রতিষ্ঠানটি ভাড়া দিয়েছেন এবং দুর্গন্ধ বা পরিবেশ দূষণের বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাননি।

স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দা ও পথচারীরা চামড়ার পচা দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!