স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্র ঘোষিত প্রথম ‘জুলাই শহীদ দিবস’ নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবীর হোসেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র প্রতিনিধি, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহামুদুল হাসান মেমন এবং ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

