বাগেরহাটের শরণখোলায় সাপের কামড়ে ফজিলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম গোলবুনিয়া গ্রামের মানিক গাজীর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ফজিলা বেগম ভোরে ঘুম থেকে উঠে ঘরের পেছনের দরজা খুলে দাঁড়ালে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তিনি চিৎকার করলে তার স্বামী মানিক গাজী ছুটে আসেন এবং পায়ে কামড়ের জায়গায় সাপের দাঁত ভাঙা দেখতে পান।
এর কিছুক্ষণ পর ফজিলা বেগম বমি করতে থাকেন এবং নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে