গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহর। এরই প্রেক্ষিতে দলটির নেতারা নিরাপত্তার কারণে আশ্রয় নিয়েছেন গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে।
বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির নেতারা জানিয়েছেন।
নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশে রওনা দিলেও পথে হামলার আশঙ্কা রয়েছে। বহরের অপর অংশ ইতিমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার মুখে পড়ায় তারা গন্তব্যে যেতে পারেনি। তাই পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছি।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এনসিপির গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। সংঘর্ষ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের।
এর আগে, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালানো হয়। মঞ্চের চেয়ার, মাইক, সাউন্ড সিস্টেম ভাঙচুরের পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে