জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৪ আগস্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন: আমার না বলা কথা” শীর্ষক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গঠিত মিডিয়া উপ-কমিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুণ দে-কে আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
১৫ জুলাই জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস. এন. তরুণ দে-কে আহ্বায়ক মনোনীত করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, সদস্য সচিব অধ্যক্ষ আনন্দ সাহা, কল্যাণ ফ্রন্টের সহকারী মহাসচিব সজল সাহা, টুটুল আইস, দুলাল চন্দ্র বুলু, দপ্তর সম্পাদক তপন কুমার বসুসহ কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে