AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০২:২৭ পিএম, ১৬ জুলাই, ২০২৫

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর সন্তানদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা বিএম ইয়াসিন সাগর, আমিনুল ইসলামসহ সদর উপজেলা, পৌর ও দেবেন্দ্র কলেজসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা।

আলোচনা পর্বে নেতারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ছাত্রদলের ভূমিকা অন্যতম, বিভিন্ন গুপ্ত সংগঠন এই ভূমিকা কে তাচ্ছিল্য করছে । পরিশেষে তারা ছাত্রদলের নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!