AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউতে রক্তাক্ত জুলাই স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০১:৪৬ পিএম, ১৬ জুলাই, ২০২৫

ডিআইইউতে রক্তাক্ত জুলাই স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

“রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই” এই প্রতিপাদ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসেই এমন একটি মহৎ আয়োজন দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন।

ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী গালিব হাসান খান বলেন, “দ্বিতীয়বারের মতো আজ রক্ত দিলাম। প্রথমবার রক্ত দেওয়ার পর আর সুযোগ হয়নি। তবে আজ ক্যাম্পাসেই এমন একটি মহৎ উদ্যোগ দেখে নিজেও অংশগ্রহণ করলাম।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী গোপাল দাস বলেন, “চতুর্থবারের মতো আজ রক্ত দিলাম। রক্তদান শুধু একজন রোগীকে বাঁচায় না বরং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। ভবিষ্যতেও নিয়মিত রক্ত দিতে চাই।”

পুসাব-এর কেন্দ্রীয় সদস্য জান্নাতুন নাহার ও সাধারণ সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, “রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। ক্যাম্পাসের ভাই-বোনেরা যেভাবে আগ্রহ নিয়ে এই উদ্যোগে অংশ নিচ্ছেন তা আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিটের প্রতিনিধিরা জানান, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে রক্তদান কর্মসূচি তরুণদের মানবিক কাজে উৎসাহিত করে। ডিআইইউ শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়তে হলে শিক্ষার্থী পর্যায় থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এমন উদ্যোগ শুধু রক্তের সংকট দূর করে না বরং গভীর মানবিক চেতনার জন্ম দেয়।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!