বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুণ দের জন্মদিন পালিত হয়েছে আনন্দঘন পরিবেশে।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার হাতিরপুলে নাহার প্লাজায় কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, সদস্য সচিব অধ্যক্ষ আনন্দ সাহা, কল্যাণ ফ্রন্টের সহকারী মহাসচিব সজল সাহা, টুটুল আইস, দুলাল চন্দ্র বুলু, দপ্তর সম্পাদক তপন কুমার বসুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এস. এন. তরুণ দ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে জাতির শান্তি, সংহতি ও কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে