বাগেরহাটের শরণখোলায় দ্রুতগতির একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট থেকে আসা একটি লোকাল বাসে করে ওই নারী স্ট্যান্ডে নামেন। এরপর রায়েন্দা বাজারের দিকে রওনা হলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘বিএম লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বাস ও চালক শনাক্তের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে