নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের মানিক খালিতে মাছ ধরার সময় দুইটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমারের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: তহিদুল শেখ (২৫), শহিদুল শেখ (৫০), আলী শেখ (৩০), ফরহাদ শেখ (২৯) ও মহসিন শেখ (৩২)। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, “সুন্দরবনে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলমান। এ সময় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে