সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের পর থেকে দেশজুড়ে খুন, গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”
তারা আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনবিচ্ছিন্ন ও ব্যর্থ। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে—এটাই এখন সময়ের দাবি।”
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে