সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ সৃষ্টি, গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌর খাদ্য গুদামের সামনে থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি গুপ্ত সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ছাত্রসমাজকে বিভ্রান্ত করছে এবং শিক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য হুমকি।
মিছিলে অংশগ্রহণকারীরা দমননীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে