ময়মনসিংহের নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, নান্দাইল জামায়াতে ইসলামীর আমীর কাজী শামছুদ্দীন, পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা বাবু পল্লব রায়, এনসিপির যুগ্ম মুখ্যসমন্বয়ক আশেকিন আলম রাজন এবং সাংবাদিক এনামুল হক বাবুল, শামস ই-তাবরীজ রায়হান, রবিউল আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু।
এছাড়াও সভায় যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা শাহিনা নাজনীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া এবং নিহত পরিবারের সদস্য সাদী ও আব্দুল আজিজ কুসুমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে