"ঐক্যবদ্ধ সুনাগরিক—ঐক্যবদ্ধ রূপগঞ্জ"—এই স্লোগানে মাদক, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে রোড মার্চের ডাক দিয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ রিপাবলিক পার্টির (BRP) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ১৮ জুলাই রোড মার্চ কর্মসূচির ঘোষণা দেন।
সেলিম প্রধান বলেন, “এক সময় রূপগঞ্জ রাজনৈতিক সচেতনতায় ছিল উদাহরণ। এখন তা পরিণত হয়েছে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের আখড়ায়। সাধারণ মানুষ আজ ভীত ও নির্যাতিত। প্রতিবাদী কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা দিয়েছে। আমরা সেই আত্মত্যাগের চেতনা নিয়ে রূপগঞ্জে নতুন এক সমাজ নির্মাণের প্রত্যয়ে রাস্তায় নামবো।”
সেলিম প্রধান জানান, “আমরা কোনো দলীয় পতাকার নিচে নয়, সাধারণ মানুষের স্বার্থে, সমাজের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তায় নামবো। এই রোড মার্চ হবে মাদক, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং শান্তি ও মানবিকতার পক্ষে গণদাবির প্রতিফলন।”
তিনি জানান, রোড মার্চটি ভুলতা গোলচত্বর থেকে শুরু হয়ে রূপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করবে।
সাংবাদিকদের উদ্দেশে সেলিম প্রধান বলেন, “আপনারা সমাজের দর্পণ। সত্য তুলে ধরুন। রূপগঞ্জকে আমরা ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে চাই।”
সংবাদ সম্মেলনে তিনি সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সংগঠন, ছাত্র-যুব সমাজ, পেশাজীবী এবং প্রবাসীদের ১৮ জুলাইয়ের রোড মার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/না.প্র/এ.জে