স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের প্রতিবাদের মুখে গোপালগঞ্জের কাশিয়ানীতে টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন।
সোমবার (১৪ জুলাই) উপজেলার সিকদার মার্কেটে “নান্না বিরিয়ানি হাউস”-এর উদ্বোধনের কথা ছিল প্রিন্স মামুনের। ঢাকা থেকে রওনা হয়ে তিনি বিকেল তিনটার দিকে কাশিয়ানীতে পৌঁছালেও স্থানীয় বিরোধিতার কারণে শেষ পর্যন্ত উদ্বোধন না করেই ফিরে যান।
জানা গেছে, প্রিন্স মামুনের আগমন উপলক্ষে কয়েক দিন ধরেই প্রচার-লিফলেট বিতরণ করছিল বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ। তবে তার আগমন ঠেকাতে ওলামা ঐক্য পরিষদ, খেলাফত মজলিস ও স্থানীয় একাধিক ব্যক্তি তাকে কাশিয়ানীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে থানায় লিখিত আবেদন করে। অভিযোগ ছিল, “প্রিন্স মামুনের কনটেন্ট যুব সমাজকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “প্রিন্স মামুনের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে থানায় আবেদন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আমরা বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। পরে তারা অনুষ্ঠান বাতিল করে মামুনকে না আসার অনুরোধ জানায়।”
উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম বলেন, “প্রিন্স মামুন একজন চরিত্রহীন টিকটকার। সে টিকটকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করছে। আমরা তার কাশিয়ানীতে আগমন ঠেকিয়ে সন্তুষ্ট।”
তবে নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, “মামুন ভাঙ্গা পার হয়ে মুকসুদপুরের কাছাকাছি চলে এসেছিল। পরে সে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে নিজেই প্রোগ্রাম বাতিল করে।”
এ বিষয়ে প্রিন্স মামুনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে