ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে ‘অবৈধ পণ্য পরিবহন’ অভিযোগে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ সংক্রান্ত ভিডিওচিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ জুলাই) ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
প্রত্যাহারকৃত সদস্যরা হলেন:
ওসি মামুন রহমান
এএসআই বিপ্লব বড়ুয়া
কনস্টেবল মো. সাহাবুদ্দিন
মো. মস্তু
সাকিবুল
মো. জহির মিয়া
বর্তমানে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই মো. সজীব মিয়া। তিনি বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে একসঙ্গে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। আমি গতকাল (১৪ জুলাই) থেকে দায়িত্ব পালন করছি।”
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে