আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর-এর মৌসুমি ফল উৎসব-২০২৫। সোমবার (১৪ জুলাই) বিকেলে মহিউদ্দিন ম্যানসন-২–এ অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে পরিবেশন করা হয় আম, কাঁঠাল, আনারস, লটকন, ড্রাগন, বিলেতি গাব, রামভুটান, আমড়া, বিলম্বু, জাম্বুরা, আমলকি ও কলাসহ নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল। ‘মৌসুমি ফল প্রকৃতির অনন্য উপহার’—এই ভাবনাকে কেন্দ্র করে আয়োজনটি করা হয়।
উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম রসুল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন ও ব্যবসায়ী প্রতিনিধি আলী হোসেন খোকন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল, অর্থ সম্পাদক মাহবুব আলম, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম ও জহিরুল ইসলাম, সদস্য ফয়সাল দেওয়ান, মনির আহম্মেদ, তাইজুল ইসলাম, আবুল হাসনাত, আরফান মীর ও কালীগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য মো. সোহারাব আলী সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। পরে সবাই একে অপরকে ফল খাইয়ে আন্তরিকতা প্রকাশ করেন এবং মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ছবি ও সেলফি তোলেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে