বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ অনুযায়ী ৩১ দফা প্রচারে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে যুবদল নেতাকর্মীরা বাজারের দোকানপাট, পথচারী, অটোরিকশাচালক, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের হাতে ৩১ দফা সংবলিত লিফলেট তুলে দেন। তারা জানান, এ প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য—সরকারের বিকল্প ভাবনায় বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক দফাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা।
কর্মসূচির উদ্যোক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তাঁর নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা যুবদল এই কর্মসূচি বাস্তবায়ন করে।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগসহ আরও অনেকেই।
আজিজুল হক বলেন, "দেশের চলমান সংকট, সুশাসনের অভাব, বিচারহীনতা, প্রশাসনের দলীয়করণ ইত্যাদি সমস্যা থেকে উত্তরণে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দফাগুলো শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি—তারা যেন নিজেরা বুঝতে পারেন যে বিএনপি কেমন রাষ্ট্র কাঠামো চায়।"
তিনি আরও জানান, ভবিষ্যতে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও এ ধরনের লিফলেট বিতরণ অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণদের মাঝে দফাগুলোর গুরুত্ব তুলে ধরাই হবে যুবদলের প্রধান লক্ষ্য, কারণ তারাই আগামীর রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে