AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা, মালিক সমিতিতে জরুরি সভা



যশোর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা, মালিক সমিতিতে জরুরি সভা

টানা বর্ষণ ও বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কের যাত্রীরা। টানা তিনদিন ধরে এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সমস্যার সমাধানে সোমবার পর্যন্ত যশোর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভা চলছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর রুটে সরাসরি বাস চলাচল করত। কিন্তু প্রায় এক দশক আগে কালিগঞ্জ-চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবর্তে যশোর থেকে জীবননগরের হাসাদহ এবং চুয়াডাঙ্গা থেকে হাসাদহ পর্যন্ত বাস চালু রাখা হয়।

এতে যাত্রী দুর্ভোগ বাড়লেও তাতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ ছিল না। ২০২৫ সালের ২১ মে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতারা এই বিষয়ে উদ্যোগ নেন এবং মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসে। এরপর কিছুদিনের জন্য সরাসরি বাস চলাচল চালু হয়, তবে তা আবারও বন্ধ হয়ে যায়।

সবশেষ, চলতি জুলাই মাসের ১১ তারিখ থেকে আবারও রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যশোর ও চুয়াডাঙ্গাগামী সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে, বিশেষ করে চলমান বর্ষণের কারণে দুর্ভোগ আরও বেড়েছে।

ভুক্তভোগী দর্শনাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, "এসেছিলাম আত্মীয়ের বাড়ি বেড়াতে, এখন দেখি বিপদের শেষ নেই। বর্ষণে রাস্তাও খারাপ, তার ওপর বাস বন্ধ। কীভাবে ফিরবো, বুঝতে পারছি না।"

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, "বাস চালানো আমাদের দায়িত্ব নয়, এটা মালিক সমিতির বিষয়। কেন বাস বন্ধ তা আমরা জানি না, আবার কখন চালু হবে সেটাও বলতে পারছি না।"

বিষয়টি জানতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে যশোর মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভা চলছিল। তবে সভার সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!