সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি গুরুত্বপূর্ণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৪ জুলাই) সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নিষেধাজ্ঞা কার্যকর করে।
বিআইডব্লিউটিএ ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, “আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। একই সঙ্গে সকাল থেকেই আকাশে কালো মেঘ ও বৃষ্টিপাত দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নৌরুটগুলোতে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে।”
উল্লেখ্য, টানা সাত দিন বন্ধ থাকার পর গত শুক্রবার লঞ্চ চলাচল শুরু হয়েছিল। কিন্তু মাত্র দুই দিন যেতে না যেতেই পুনরায় বন্ধ করা হলো চলাচল। এতে ভোলা ঘাটে অবস্থানরত যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে দূরপাল্লা থেকে আসা যাত্রীরা চরম দুর্দশায় পড়েছেন। চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য জেলা থেকে আগত অনেক যাত্রী বিকল্প পরিবহন না পেয়ে আটকে পড়েছেন ঘাট এলাকায়।
যাত্রীরা অভিযোগ করে বলেন, “আগেই জানা থাকলে ঘাটে আসতাম না। ভোগান্তি আর খরচ—দুই দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হলাম।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে আসলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে