AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৭:২৭ পিএম, ১৪ জুলাই, ২০২৫

মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

তিনি বলেন, “বিশ্বের মতো আমাদের দেশের তরুণ জনগোষ্ঠীও একটি বড় শক্তি, সম্ভাবনা এবং একইসাথে চ্যালেঞ্জ। এই জনগোষ্ঠীকে দক্ষ ও সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা পরিবার গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সচেতন ও সক্ষম হয়। পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিগত এবং জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা বলেন, “পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন সম্ভব।”

এছাড়াও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন আহমেদ এবং মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!