রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশালাকৃতির পাঙাশ মাছ। সোমবার (১৪ জুলাই) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে জেলে জীবন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে জীবন হালদার স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। দরদাম শেষে তিনি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি ৫০ হাজার ৪০০ টাকায় কেনেন।
পরে সম্রাট শাহজাহান অনলাইনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মাছটি বরিশালের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে তিনি ২ হাজার ৮০০ টাকা লাভ করেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় পাঙাশ মাঝেমধ্যে ধরা পড়ে, তবে এমন বড় সাইজের মাছ খুব একটা দেখা যায় না। মাছটি টাটকা ও ভালো মানের হওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছি।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘পদ্মার দেশি প্রজাতির মাছ এখন অনেকটাই দুর্লভ হয়ে গেছে। তবে মাঝে মাঝে বড় পাঙাশ, বাগাইড়, বোয়াল, কাতল, আইড় ইত্যাদি মাছ ধরা পড়ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশি মাছ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
একুশে সংবাদ/রা.প্র/এ.জে