‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস সূত্রধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।
সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী শেখ এখলাছউর রহমান।
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুল আরেফিন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিমা উদ্দিন।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন—
FWA: মিসেস আশুরানী সূত্রধর (২/খ ইউনিট, অরুয়াইল ইউনিয়ন)
FWV: মিসেস ঝুমা আক্তার (অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)
FPI: মো. আলমগীর মিয়া (সদর ইউনিয়ন)
শ্রেষ্ঠ ইউনিয়ন: সরাইল সদর ইউনিয়ন
শ্রেষ্ঠ UH&FWC: অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
একুশে সংবাদ/রা.প্র/এ.জে