গাজীপুরের টঙ্গীতে তুলার একটি বড় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আশপাশের আরও সাতটি গুদাম পুড়ে গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের সূত্রপাতের পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে দ্রুতই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি গুদামে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, “দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা ছিল, ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

