জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী এবং নিহতের স্বজনেরা।
সোমবার (১৪ জুলাই) ইসলামপুরের জিগাতলা গ্রামে আয়োজিত কর্মসূচিতে নিহতের বড় ভাই নূর খন্দকার, আনোয়ার খন্দকার, বোন পারভিনা ও স্ত্রী রেহানা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ২৮ জুন মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয়ে দুর্বৃত্তরা আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুর রহিম জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে এবং জনপ্রিয় একজন ইউপি সদস্য ছিলেন।
ঘটনার পর থানায় মামলা হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, “মামলা দায়েরের পর আসামিরা পলাতক রয়েছে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতারে অভিযান চলছে।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে