AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেসিআই প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম



জেসিআই প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম

আন্তর্জাতিক তরুণ নেতাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) এর ঢাকা প্রেস্টিজ ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মুরাদনগরের কৃতিসন্তান কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম। 

গতকাল রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর এক্সট্রাঅর্ডিনারি  জেনারেল অ্যাসেম্বলিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে জেসিআই ঢাকা প্রেস্টিজ এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।

কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম একাধারে একজন উদ্যমী তরুণ, সমাজসচেতন নেতৃত্ব গুণে গুণান্বিত এবং গর্বিত পারিবারিক ঐতিহ্যের ধারক। তিনি TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মুজিবুল হক এর সুযোগ্য সন্তান। তার পিতা ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ১৯৯৩ সালে জেসিয়াই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জেসিআই একটি অরাজনৈতিক, অলাভজনক বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করে থাকে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে সক্রিয় এই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

জেসিআই বাংলাদেশ দেশের তরুণ নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সারাদেশে বিভিন্ন সক্রিয় লোকাল চ্যাপ্টার সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় ইসমাম বলেন, “জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। তরুণদের নিয়ে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আমার বাবার মতোই আমি চাই মানুষের জন্য কাজ করতে, কমিউনিটি ডেভেলপমেন্ট ও টেকসই পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।



একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!