সারাদেশে চলমান চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার চৌমুহনা চত্বরে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন—নিলয় রশিদ তন্ময়, সমন্বয়ক, এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি, মোজাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবু সুফিয়া রায়হান, মাহমুদুল হাসান নাঈম, আহ্বায়ক, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদ, মো. শায়েল আহমেদ, সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা তালামীয ।
বক্তারা বলেন, “সারা দেশে যেভাবে নিরীহ মানুষ চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের শিকার হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংস কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।” তাঁরা শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

